বিজনের দাঁড়
১
বিজনের বাসাবাড়ি। কিচকিচে। যৌনসরল
কিচকিচে জগৎ ঢুকছে
কিচকিচে গ্রহের প্লাবন
তাওয়ায় মরচে রাত। ভুনা। ধাতুজ্যোৎস্নার
কিচকিচে ঋতুগন্ধের মেয়ে ন্যাপকিন মেলছে
লাল মেঘের বুরুজ
ঘুলঘুলি অব্দি ভেসে লোহার কিচকিচে
বিজন বাজছে। কিচকিচে
হাওয়ার ফিরতি সোঁদা চেলো
২
বিজন লম্বা হচ্ছে। কাকডাকা। স্প্রিঙের বিজন
পাথরে নদীর জং। সূর্যাস্ত-থ্যাতলানো। বিঘতকালের
বিজন চওড়া হচ্ছে। বিজনমাংসের। খোপে
নিখিলের হাড়। খুলির বিজনে ডাক
চুইয়ে নামা স্মৃতির বিজন
৩
হাতের বিজনে পাখি
ঝরনার। শুকনো খোলস
মাইল সাতেক পেঁজা স্বরের মুনিয়া
শোলায় জলের ভোঁ
ডেউয়ে কোঁদা লোহার বিজন
৪
ঝিলের কোঁচকানো ডাক। বিজনবর্তী
খতবা ততদূর। ভেঙে স্রোতের রসুল
পাড়ের বিজনে রাত
মুরশিদ স্নানের ছটার
৫
জলের বিজন কেটে নৌকোর কাগুজে বিজন
ভ্রান্তি খুলির ডাক। বিজন ভাসছে
গলুই সূর্যাস্তসেঁকা। কুচোনো সন্ধের
মর্মার্থের বিজনে শুধু কাক ওড়ে
মুখে হাড়ের বিজন
৬
পাখির পর্যাপ্ত লাল কেন শূন্য চাখবে
গানে মাথা রেখে নীলিমার টিলা
বিজন- বিজন পেটা। বুরুজের। ঘণ্টা অব্দি
ধ্বনির বিজন দুই পাখির পাথরে বোজা
শিখার বধির